কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর শুরু
আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি, ২০২৫, 4:03 PM
আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি, ২০২৫, 4:03 PM
কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর শুরু
যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার হিসেবে পরিচিত কানাডা, মেক্সিকো এবং চীন থেকে আমদানী করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার(১ ফেব্রুয়ারি) থেকেই মেক্সিকোর ওপর ২৫ শতাংশ, একই পরিমাণ কানাডার ওপর এবং ১০ শতাংশ চীনের ওপর শুল্ক আরোপ কার্যকর শুরু হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবিচার করেনি—এই দাবি করে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় শুক্রবার(৩১ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়ার কারণ ব্যাখ্যা করে লেভিট জানান, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের কারণ হলো, 'আমাদের দেশে তাদের সরবরাহ করা এবং ছড়িয়ে দেওয়া অবৈধ ফেন্টানিল। যা কয়েক কোটি মার্কিনীর প্রাণ নিয়েছে'। যুক্তরাষ্ট্রে আসা বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতির সমাধান সমানে ট্রাম্পের এই পদক্ষেপ।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্কের হুমকি দিয়েছিলেন। তবে হোয়াইট হাউজে ফেরার প্রথম দিনে তিনি এ সম্পর্কিত কোন পদক্ষেপ নেননি। এর পরিবর্তে তিনি ইস্যুটি পর্যালোচনার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলেন।
চীন,কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার। দেশটি ৪০ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে থাকে। এখন শুল্ক বাড়ানোর পদক্ষেপ এসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে এবং যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বাড়াতে পারে। কানাডা এরই মধ্যে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে।