আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই, ২০২৪, 4:38 PM
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড, মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলা শ্রম আইন লঙ্ঘন মামলার বিচারিক কার্যক্রম গভীর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, ‘আমরা এখনো তার (ড. ইউনূসের) বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’
এদিন ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশি-আমেরিকানদের অলাভজনক সংস্থা দ্য কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য মার্কিন সরকার ও প্রেসিডেন্টের সমালোচনা করা হয়েছে। বাংলাদেশের একটি বিচারিক আদালতের প্রতিবেদনে দেখা যায় ড. ইউনূস নিজের ট্যাক্সও দেননি। সেই কমিটির লেখা চিঠির ব্যাপারে মার্কিন সরকারের বক্তব্য কী?
জবাবে ম্যাথু মিলার বলেন, ড. ইউনূসের প্রতি সম্মান রেখে আমরা তার বিরুদ্ধে চলমান মামলা কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। মাঝে মাঝে আমরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছি যে এই মামলা বাংলাদেদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে। এতে করে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। শ্রম আইন ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার নিয়ে তাই আমরা উদ্বিগ্ন। কারণ এতে করে ভবিষ্যতে সেখানে বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে পারে।