ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে অ্যাপলের বিরুদ্ধে ১৮০ কোটি ডলারের মামলা যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত শেষ ওভারে ৩০ রান তুলে অবিশ্বাস্য জয় রংপুরের ফ্ল্যাট বিতর্কের পর প্রকাশ্যে টিউলিপ লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

টিউলিপের ওপর ভরসা রাখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৫,  6:45 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সমর্থন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বাংলাদেশে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত এবং লন্ডনের ফ্ল্যাট উপহার সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে টিউলিপের ওপর আস্থা রাখতে চান তিনি। 

স্থানীয় সময় সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, "অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।"

সম্প্রতি বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে টিউলিপের নাম জড়ায়। শেখ হাসিনার বোনের মেয়ে হিসেবে পরিচিত টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, লন্ডনের কিং’স ক্রস এলাকায় একটি ফ্ল্যাট তাকে উপহার দেওয়া হয়েছিল। ওই ফ্ল্যাটের উপহারদাতা ছিলেন আবদুল মোতালিফ। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ২০০১ সালে ফ্ল্যাটটির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে বছরে ৯০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা) আয় করছেন টিউলিপ। অভিযোগ আরও রয়েছে, ওই সময়ে টিউলিপের কোনও নিজস্ব উপার্জন ছিল না এবং তিনি এটি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। 

ফ্ল্যাট কেলেঙ্কারি এবং আর্থিক দুর্নীতির অভিযোগে টিউলিপের পদত্যাগের দাবি উঠলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, টিউলিপ যথাযথভাবে কাজ করছেন এবং তার প্রতি আস্থা রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী