মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান
১২ জানুয়ারি, ২০২৫, 11:48 PM
NL24 News
১২ জানুয়ারি, ২০২৫, 11:48 PM
মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান
হেফাজুল করিম রকিব, লন্ডন থেকে :: প্রতিদিনের মতো রবিবার ও খাবার নিয়ে লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধিন বিএনপি চেয়অরপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন ছেলে তারেক রহমান ও পুত্রবধু ডা. জুবায়দা রহমান। রবিবার স্থানীয় সময় দুপুরে তারা বাসা থেকে রান্নাকরা খাবার নিয়ে হাসপাতালে আসেন। এসময় সংবাদিকরা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘সবাই সবার জন্য দোয়া করি, মা'র জন্য দোয়া করবেন । ‘এসময় ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তিরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকে তাদের সঙ্গে দেখা যায়। এদিকে রবিবার সব কিছু বন্ধ থাকায় ডাক্তারদের থেকে কোন আফডেট পাওয়া যায় নি । সোমবার আরো কিছু পরিক্ষা নিরীক্ষার পর খালেদা জিয়া শারিরীক অবস্থার আরো আফডেট জানা যাবে । এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্র আফরোজা আব্বাস। তখন খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ-খবর জানতে চেয়েছেন। মির্জা আব্বাস বলেন, ‘ খালেদা জিয়া আমাদেরকে জিজ্ঞেস করেছেন দেশের মানুষ কেমন আছে? আফরোজ আব্বাস বলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন নাতী-নাতনীরা কেমন আছে? দেশের বর্তমান অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছেন? দেশর মানুষ কেমন আছেন, এসবই তিনি জিজ্ঞেস করেছেন। আমরা আশা করছি তিনি অচিরেই সুস্থ্য হয়ে দেশে ফিরবেন।
৭৯ বছর বয়স্ক খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডন এসেছেন গত বুধবার। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে গত বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় লন্ডনের হিথরো বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করেন। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি সেন্ট্রাল লন্ডনে দ্য ক্লিনিকে নিয়ে সেখানে ভর্তি করা হয়। গত মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।