ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৫,  3:28 PM

news image
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। শুক্রবার (১০ জানুয়ারি) সাংবাদিক নিখিল কামাথের ইউটিউব চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত এক পডকাস্টে তিনি এই মন্তব্য করেন।  

পডকাস্টে মোদি বলেন, '২০০৫ সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। তখনই আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। এখন ২০২৫ সালে আমি দেখতে পাচ্ছি, সময়টা ভারতের। আমি তখনও বলতাম, প্রবাসী ভারতীয়দের ভারতে ফিরে আসা উচিত। পৃথিবী বদলে যাচ্ছে, আর এটা ভারতের সময়।'  

প্রসঙ্গত, ২০০৫ সালে গুজরাটে দাঙ্গা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করে। প্রায় ৯ বছর তাকে ভিসা দেওয়া হয়নি।  

২০০২ সালের গুজরাট দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। অভিযোগ ওঠে, তিনি দাঙ্গা ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। এ কারণে যুক্তরাষ্ট্রের সরকার মোদির ভিসা বাতিল করে।  

২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনে মোদির দল বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র তাকে এ-ওয়ান ভিসা প্রদান করে, যা একজন সরকারপ্রধানের জন্য নির্ধারিত।  

মোদি তার বক্তব্যে বারবার ভারতের উত্থান এবং বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'যারা অতীতে ভারতের সম্ভাবনাকে উপেক্ষা করেছে, তারা এখন ভারতের শক্তি ও সাফল্যের স্বীকৃতি দিচ্ছে।' 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী