জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে।
১৯ সেপ্টেম্বর, ২০২৪, 3:49 PM

NL24 News
১৯ সেপ্টেম্বর, ২০২৪, 3:49 PM

জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে।
নজরুল ইসলাম :: ছাত্রানং অধ্যায়নং তপঃ। অধ্যয়নই ছাত্রজীবনের একমাত্র তপস্যা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের ক্লান্তিলগ্নে ছাত্ররা ভূমিকা রাখবে এটা প্রশংসনীয়। আমাদের ছাত্রদের এমন গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী ছাত্ররা লেখাপড়ায় ফিরে গেলে তাদের প্রতি দেশবাসীর একটি ভালো মনোভাব তৈরি হতো। ছাত্রদের নিঃস্বার্থ দেশপ্রেমের প্রতি মানুষের ভক্তি থাকতো।
রাষ্ট্রের পুঞ্জিভিত সমস্যার সংস্কার হবে একটা প্রক্রিয়ার মাধ্যমে। আগুন দিয়ে আগুন নেভানো কতটা যৌক্তিক? অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের প্রতিনিধি রেখে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে তাদের প্রতিনিধি (ছাত্রদের) পাঠিয়ে যেভাবে সংস্কারের নামে হ্যারাসমেন্ট / হয়রানি করা হচ্ছে এটাকে দেশের আপামর জনসাধারণ সহজ দৃষ্টিতে দেখছে না। এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের ভাবতে হবে।
"জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। বাংলাদেশকে এখন আন্দোলন সহজ। পুলিশ, সেনাবাহিনী গুলি চালাবে না। সাগরে ভিন্ন মাত্রার ঢেউ আসে, কিছু ঢেউ সব নিমেষেই তসনস করে দেয়। ছাত্রসমাজের মাথায় রাখতে হবে দেশের সুস্থ ধারার দেশ-প্রেমিক আপামর জনসাধারণ সংস্কারের নামের তাঁদের বাড়াবাড়ি যে কোনো সময় গুটিয়ে দিতে পারে।
ছাত্ররা রাষ্ট্র পরিচালনা করতে চায়। বাংলাদেশে এমন ব্যত্যয় দেখা দিয়েছে। পৃথিবী কোথায় এমন example চোখে পড়েনি। দেশের পুঞ্জিভূত সমস্যা overnight সমাধান হবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপামর জনমনে ধম্রজাল তৈরী হচ্ছে। আমাদের সকলকে মনে রাখতে হবে "লোভেও পাপ আর পাপে মৃত্য। অতি লোভের পরিণাম খুবই ভয়াবহ হয়। মানুষের খারাপ স্বভাবগুলোর মধ্যে লোভ অন্যতম। মান-সম্মান আর ক্ষমতার লিপ্সা মানুষের জীবনের জন্যই ক্ষতিকর। লোভের সাথে আপস করতে না পারায় ইতিমধ্যে অনেকের মম্মানহানি এমনকি মৃত্য হয়েছে।
গরু ছাগল মহিষ দুর্নীতি দুর্বৃত্যায়নের সাথে সম্পৃক্ত নয়। সৃষ্টির সেরা মানুষই -ই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এর সাথে সম্পৃক্ত। ধন- সম্পদ আহরণ দোষের কিছু নয় যা জীবন ধারণের জন্য আবশ্যক। দোষের হয় তখন যখন অন্যের সম্পদ, রাষ্টের টাকা, আত্মস্বাত ও পাচারে লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করা হয় এবং অবৈধ উপায়ে তা হস্তগত করার চেষ্টা চালানো হয়। দেশের সকল স্তরে বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে ইহা প্রকট আকার ধারণ করেছে। রাজনৈতিক নেতাদের নীতি নৈতিকতার মধ্যে যে ধসঃ নেমেছে এর থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।
জার্নালিস্ট, চিফ এডিটর, দা সিলেট পোস্ট ডট কম
Thesylhetpost.com