NL24 News
০১ ফেব্রুয়ারি, ২০২২, 1:20 PM
চিত্রনায়িকা পরীমণি অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি
অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রর আলোচিত চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার শুনানির তারিখ আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হলেও অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি।
চিত্রনায়িকা পরীমণি ভাইরাস জ্বরে আক্রান্ত এবং অন্ত্বঃসত্ত্বা বিধায় আদালতের কাছে সময় প্রার্থনা করেছেন। তাই পরবর্তী শুনানির তারিখ দেয়া হয়েছে ১ মার্চ।
এর আগে, নিজেকে নির্দোষ দাবি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন পরীমণি। গত ৫ জানুয়ারি তার আইনজীবী নীলাঞ্জনা সুরভী রিফাত মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছরের ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা করা হয়। আসামি করা হয় মোট তিনজনকে। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। নিয়ে যায় সদর দফতরে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বনানী থানায় নিয়ে আসা হয় পরীমণিকে। এরপর মামলা করে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন পরীমনি। তার বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।