ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

চিত্রনায়িকা পরীমণি শাকিবখানকে ‘ফজলি আম আর রাজকে ‘করলা’র সঙ্গে তুলনা করেছেন

#

বিনোদন ডেস্ক

১৪ জুলাই, ২০২৪,  6:16 PM

news image
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়করা কে কেমন? যদি ফলের সঙ্গে তুলনা করতে বলা হয়, তাহলে কাকে কী বলবেন- এক ভিডিও সাক্ষাৎকারে এমন প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয় চিত্রনায়িকা পরীমণিকে। আর এতে শীর্ষ নায়ক শাকিব খানকে ‘ফজলি আম’ আর প্রাক্তন স্বামী শরীফুল রাজকে ‘করলা’র সঙ্গে তুলনা করলেন বিশ্বসুন্দরী’খ্যাত এই চিত্রনায়িকা।

অনুষ্ঠানে সঞ্চালক বলেন, ‘আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে।’ সঞ্চালকের এমন প্রস্তাবে পরী বলেন, ‘সবজি! না ’ এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরী। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন।

জবাবে পরীমণি বলেন, ‘আম, ফজলি আম।’ এরপর বলা হয় চিত্রনায়ক ফেরদৌসের নাম। তা শুনেই পরীমণি বলেন, ‘কী অদ্ভুত!’ কয়েক সেকেন্ড সময় নিয়ে এ নায়িকা বলেন, ‘তরমুজ’।

চিত্রনায়ক সিয়াম আহমেদেকে ‘মাল্টা’ ও আরিফিন শুভকে ‘তাল’, চিত্রনায়ক সাইমন সাদিককে ‘শসা’, জায়েদ খানকে ‘বেল’ এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে ‘আমড়া’ বলেন নায়িকা।

এরপরই পরীর প্রাক্তন স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরী। খানিকক্ষণ চুপ থেকে বলেন, ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে। ফলের সিজন শেষ হয়ে গেছে।’

এ সময় সঞ্চালক বলেন, ‘এখনও সবজি আছে।’ পরীমণি বলেন, ‘ঢেঁড়স-মেরশ কিছু একটা দিয়ে দাও, হতে পারে করল্লা-ফরল্লা।’ সঞ্চালক বলেন, তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব? এতে মৌন সম্মতি দেন পরীমণি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী