ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

গর্জে উঠ, মানবতা

#

০৭ এপ্রিল, ২০২৫,  3:36 PM

news image

গর্জে উঠ, মানবতা

_মোরশেদ আলম


গর্জে উঠ, মানবতা—

হাহাকার শুনছো না কি?

রক্তে রাঙা শিশুর কান্না

ভাসিয়ে দেয় বিবেকের নদী।


ওরা ফিলিস্তিনের নামে পরিচিত,

তবু নয় পর, নয় কোনো ভিনদেশি।

স্রষ্টা তো সীমারেখায় ভাগ করেননি,

মানুষকেই মানুষ হতে বলেছেন চিরকাল।


একই রক্ত, একই বেদনা,

একই পৃথিবীর আলো-ছায়া।

ওরাও আমাদের ভাই-বোন,

ভবিষ্যতের ভাঙা আয়নায় প্রতিচ্ছবি তাদেরই দেখা যায়।


বিস্ফোরণে ছিন্ন হয় স্বপ্ন,

পোড়ে বই, পুড়ে কাগজ—

কিন্তু নীরব থাকে "মানবিক রাষ্ট্র",

চেয়ে দেখে, মুখ না খুলে বাঁচে আজ।


এই নীরবতা, এই নিষ্ক্রিয়তা,

আর কতকাল চলবে বলো?

মানবতা কি শুধুই বুলি?

না কি দাঁড়াবে এবার সত্যের ঝড়ো আলো?


চল, গড়ি এক সত্য রাষ্ট্র,

যেখানে ন্যায় আর মমতা শাসক হয়।

যেখানে প্রতিবাদ থামে না নিপীড়নে,

আর মানুষ হারায় না তার পরিচয়।


গর্জে উঠ, মানবতা—

ভুলে যেও না এক মুহূর্ত,

ওরা ফিলিস্তিনের নয় শুধু,

ওরা আমাদের ভাই-বোন,

এক মানব জাতির উত্তরসূরী।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী