ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ পটিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরিক্ষার্থীর পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ মোটরসাইকেল চুরি চক্রের প্রধান ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যাশী মানুষ জীবনে কখনো পরাজতি হয় না-বদিউল আলম ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা পটিয়া নবজাগরণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বাষিকীতে ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধন মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা

গভীর রাতে গুলশান থানায় শাকিব খান

#

১৯ মার্চ, ২০২৩,  6:39 AM

news image

 জনপ্রিয় নায়ক শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর নামে মামলা করতে গুলশান থানায় হাজির হয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন।

গত বুধবার শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহ-প্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেন তিনি।

নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব খান। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মিমাংসার প্রস্তাব দেন বলেও দাবি করেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

এ বিষয়ে শাকিব খানের বলেন, 'রহমত উল্ল্যাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এর আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজকক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।'

তিনি আরও বলেন, 'প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সে কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় এসেছি। মিথ্যে অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেন অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সে কারণে এই ব্যবস্থা।'

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল