ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ক্যানসার আক্রান্ত বলিউড নায়িকা ওমরাহ করতে মক্কা গেলেন

#

বিনোদন ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  11:25 PM

news image

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বলিউড নায়িকা হিনা খান। তার ক্যামোথেরাপি চলছে। ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন এ নায়িকা। তবুও তার মনে রয়েছে অসীম শক্তি ও সাহস। তার মানসিক শক্তি মোটেই কমেনি। তাই এ অসুস্থ শরীরেও পবিত্র মক্কা শরীফে গিয়েছেন হিনা। রমজান মাসে ওমরাহ করার ছবিও শেয়ার করলেন তিনি। এ ছবি দেখে অনুরাগীরা তার মনের জোরের প্রশংসা করছেন।

ওমরাহ করার সময়ের কমপক্ষে ২০টি ছবি হিনা খান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লা, ওমরাহ ২০২৫। আল্লাহ ধন্যবাদ, আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।’ ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও। হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘উমরাহর জন্য সব প্রস্তুতি সারা।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, ‘শান্তি।’

ছোটপর্দায় ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের মন জয় করেন। তারপর ‘খাতরো কে খিলাড়ি সিজন-৮’ এবং ‘বিগ বস-১১’-এ যোগ দেন হিনা। ক্যারিয়ারের সুসময় যাচ্ছিল এ নায়িকার। কিন্তু হঠাৎ গত বছরের জুনে সবাইকে দুঃসংবাদ দেন তিনি। ক্যানসার নিয়ে গুঞ্জনের সত্যতা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, স্তন ক্যানসারে আক্রান্ত হিনা। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, সেটিও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বারবার শারীরিক পরিস্থিতি আপডেট নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তার। একাধিকবার ক্যানসার আক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী