ঢাকা ০২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

ক্যানসার আক্রান্ত বলিউড নায়িকা ওমরাহ করতে মক্কা গেলেন

#

বিনোদন ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  11:25 PM

news image

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত বলিউড নায়িকা হিনা খান। তার ক্যামোথেরাপি চলছে। ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন এ নায়িকা। তবুও তার মনে রয়েছে অসীম শক্তি ও সাহস। তার মানসিক শক্তি মোটেই কমেনি। তাই এ অসুস্থ শরীরেও পবিত্র মক্কা শরীফে গিয়েছেন হিনা। রমজান মাসে ওমরাহ করার ছবিও শেয়ার করলেন তিনি। এ ছবি দেখে অনুরাগীরা তার মনের জোরের প্রশংসা করছেন।

ওমরাহ করার সময়ের কমপক্ষে ২০টি ছবি হিনা খান তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লা, ওমরাহ ২০২৫। আল্লাহ ধন্যবাদ, আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাকরুদ্ধ। আল্লাহ।’ ওই অ্যালবামেই ছিল একটি মিরর সেলফিও। হিনা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘উমরাহর জন্য সব প্রস্তুতি সারা।’ চুলের ছবিও শেয়ার করেন অভিনেত্রী। আবার একটি ছবি শেয়ার করে হিনা লেখেন, ‘শান্তি।’

ছোটপর্দায় ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলতে হ্যায়’ দিয়ে যাত্রা শুরু হিনা। নিজের অভিনয় দক্ষতায় অনুরাগীদের মন জয় করেন। তারপর ‘খাতরো কে খিলাড়ি সিজন-৮’ এবং ‘বিগ বস-১১’-এ যোগ দেন হিনা। ক্যারিয়ারের সুসময় যাচ্ছিল এ নায়িকার। কিন্তু হঠাৎ গত বছরের জুনে সবাইকে দুঃসংবাদ দেন তিনি। ক্যানসার নিয়ে গুঞ্জনের সত্যতা জানিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, স্তন ক্যানসারে আক্রান্ত হিনা। তৃতীয় পর্যায় চলছে। তবে তিনি যে মানসিকভাবে যথেষ্ট শক্ত রয়েছেন, সেটিও পোস্টে উল্লেখ করেন। তারপর থেকে বারবার শারীরিক পরিস্থিতি আপডেট নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

শারীরিক অসুস্থতা কাবু করতে পারেনি হিনাকে। অদম্য মনের জোরই যেন ইউএসপি তার। একাধিকবার ক্যানসার আক্রান্ত হিনা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তা সে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক কিংবা ব়্যাম্প শো। অদম্য মনের জোর দেখে অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী