বিনোদন ডেস্ক
০১ আগস্ট, ২০২৪, 5:14 PM
কোটা সংস্কার আন্দোলন শিক্ষাথীদের সাথে রাজপথে নামলেন তারকারা
দেশজুড়ে আলোচনায় কোটা সংস্কার আন্দোলন। সাধারন শিক্ষাথীদের সাথে মাঠে নামলেন তারকা সমাজ । দেশব্যাপী হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনাও ঘটেছে। এই হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার আর হয়রানি বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর ফামগেট হৃৎপিণ্ড’খ্যাত সড়ক মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়ালেন সাংস্কৃতিক কর্মীরা।
এ সময়ে উপস্থিত ছিলেন অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, নীল হুরে জাহানসহ আরও অনেকে। এই সময়ে তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছিলেন।
সিয়াম আহমেদ বলেন, ‘এখানে আমার পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নাই। পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে। আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বুঝা উচিত এটা ফেলে দেওয়ার মত না। আমাদের যে ভাই-বোনেরা মারা গেল এটা মেনে নেওয়ার মত না। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন তবে রাতে ঘুমাতে পারবেন না।’
সিয়াম আরও বলেন, ‘আমার নিজের বাচ্চা আছে। আমি জানি আজ থেকে ১০ বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে তখন আমি কি বলব। তখন যেন আমি বুক উঁচু করে বলতে পারি তাই আমি এখানে। আমি ছাত্রদের সঙ্গে আছি।’
আজমেরি হক বাঁধন বলেন, ‘আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন। এই অবস্থায় যদি একটু বিবেক থাকে, কেউ ঠিক থাকা সম্ভব না। আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি।’
শুধু রাজপথেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার কথা জানিয়েছেন দেশের একাধিক নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, সংগীতশিল্পীসহ অনেকেই।