কিছু অর্জনেরও প্রত্যাশা করছেন ফারিণ
০৮ জুন, ২০২৪, 12:14 PM
NL24 News
০৮ জুন, ২০২৪, 12:14 PM
কিছু অর্জনেরও প্রত্যাশা করছেন ফারিণ
পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে ২ জুন থেকে শুরু হয়েছে ‘রেইনবো চলচ্চিত্র উৎসব’। আট দিনের এ উৎসবের পর্দা নামছে আগামীকাল। সমাপনী দিনে বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সেন্টারে দেখানো হবে তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। সেখান থেকে অভিনেত্রী বললেন, ‘রেইনবো চলচ্চিত্র উৎসব একটি মর্যাদাপূর্ণ আসর। নিজের কোনো সিনেমা নিয়ে উৎসবে হাজির হচ্ছি ভেবে ভালো লাগছে। কিছু অর্জনেরও প্রত্যাশা করছি।’ ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘ফাতিমা’। এর মধ্যে ইরানের ঐতিহ্যবাহী ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন ফারিণ। ছবিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে দেখা গেছে এবিএম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদকে।
জানা গেছে, রেইনবো চলচ্চিত্র সংসদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তী পালন করছে। এ উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের উৎসবে মোট ৩৮টি সিনেমা দেখানো হচ্ছে। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।