ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

কক্সবাজারে সুন্দরবন দিবস পালিত

#

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  2:17 AM

news image

কক্সবাজার অফিস

 বাঁচাও 'সুন্দরবন, বাঁচাও পরিবেশ' টেকসই হোক  আমাদের বাংলাদেশ,  এই প্রতিপাদ্যকে ধারণ করে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার কক্সবাজার পৌরসভা মিলনায়তনে  ওয়াটার্স কিপার্স বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বালাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলাশাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী। জেলা বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহর সঞ্চালনায়  অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বাপার সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দীন, সদর উপজেলা বাপার সভাপতি, এনামুলহক চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংবাদিক নেজাম উদ্দীন,হায়দার নিজাম দোলনদাস,আনিসুল ইসলাম,এমডি হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি সমাপনী ভাষনে  বলেন, ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবন আজ বিপন্ন,প্রাণ - প্রকৃতি,গোলপাতা, মাছ,রয়েলবেঙ্গল টাইগার , মধু সুন্দরবন থেকে প্রায় উধাও হয়ে গেছে।অনুরূপ ভাবে কক্সবাজারের সার্বিক  পরিবেশ পরিস্থিতি মারাত্মক হুমকির সম্মুখীন। বিশেষ করে কক্সবাজার শহরের পাশ দিয়ে প্রবাহমান বাঁখখালী নদী দখল আর  দূষণে বিপন্ন,চকরিয়ার ২৯ হাজার সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেষ্ট চিংড়ি ঘের করা হয়েছে। জেলা বাপার সহসভাপতি ফরিদুল আলম শাহীন বলেন,মহেশখালীতে তাপভিত্তিক কয়লা বিদ্যুৎকেন্দ্র, নির্বিচারে ম্যানগ্রোভ ফরেষ্ট উজাড়,উখিয়াসহ জেলার চকরিয়া রামু টেকনাফ মহেশখালীসহ অব্যাহত পাহাড়কাটা,বন উজাড়, বনভূমি, খাল ও নদী দখলের প্রতিযোগিতা চলছে।

এ ছাড়া বক্তারা আরো বলেন, ইসি এলাকায় অপরিকল্পিত অবৈধ স্থাপনা নির্মাণ, প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ  বিষাক্ত করে তোলা হয়েছে,।  পরিবেশের ক্ষতিকরে পাহাড় কেটে বালি উত্তোলন, তিন ফসলী জমির টপ সয়েল কাটা,জীববৈচিত্র্যের আবাসস্থল ধ্বংস করাসহ নানা ভাবে  প্রকৃতির উপর নিষ্ঠুরতম আচরণ করা হচ্ছে।  যা ভবিষৎ প্রজন্মের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে সুন্রবন, কক্সবাজারসহ সারা দেশ।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল