ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে অ্যাপলের বিরুদ্ধে ১৮০ কোটি ডলারের মামলা যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত শেষ ওভারে ৩০ রান তুলে অবিশ্বাস্য জয় রংপুরের ফ্ল্যাট বিতর্কের পর প্রকাশ্যে টিউলিপ লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে

#

নিজস্ব সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৪,  8:59 PM

news image

মোরশেদ আলম: পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী দি কেলিশহর আর্বাণ কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক ব্যবস্থাপনা কমিটির  নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আশীষ দে (চেয়ার প্রতিক) এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন রূপন কুমার দে। যিনি চাকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ২১২২ ভোট এবং তার নিকটতম আরেক প্রার্থী প্রদীপ কুমার দেব নারু মাছ মার্কা নিয়ে পেয়েছেন ১৮৬৪ ভোট।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। স্বতঃস্ফূর্ত ভাবেই সকাল থেকে ভোটাররা কোন ধরনের ঝামেলা ছাড়ায় ভোট প্রদান করেন।

ভোট গননা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল চৌধুরী।

অন্যপদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে মৃদুল দে (দেয়াল ঘড়ি), পরিচালক পদে বিধান কুমার দে(শাপলা ফুল), বিজন দে (ফুটবল), মোঃ মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট), ছোটন দে (হাতি), উত্তম দাশ (ডাব), পলাশ দে (কলস) মার্কা নিয়ে জয়লাভ করেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে শুক্রবার সকাল থেকেই পুলিশ কঠোর অবস্থানে ছিলেন। এছাড়াও প্রশাসনের পাশাপাশি  ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলম, সদস্য সচীব আব্দুর রহিম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 


বিজয় লাভের পর সম্পাদক রূপন কুমার দে,  ভোটার ও সাধারণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী