পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা
নিজস্ব সংবাদদাতা
০৭ অক্টোবর, ২০২৫, 12:15 AM

নিজস্ব সংবাদদাতা
০৭ অক্টোবর, ২০২৫, 12:15 AM

পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়ায় আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়বের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমা চৌধুরী, পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি মো. জবরু খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আইটি কর্মকর্তা মৃন্ময় দাশ, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল হক সিকদার, রেড ক্রিসেন্টের সভাপতি আনোয়ার, সাংবাদিক এটিএম তোহা, নুর হোসেন, মোরশেদ আলম, আব্দুর রাজ্জাক, কাউছার আলম, ওসমান গনি ও কওমি মাদ্রাসা প্রতিনিধি আবু তালেব প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন,“টাইফয়েড প্রতিরোধে টিকাদান অত্যন্ত কার্যকর ও নিরাপদ। আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। পটিয়ায় যেন কোনো শিশু টিকা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।”
তিনি আরও বলেন,“সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। এ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলে পটিয়াকে টাইফয়েডমুক্ত উপজেলায় পরিণত করা সম্ভব হবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা ও গণমাধ্যমের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে সফল করা সম্ভব।