ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে অ্যাপলের বিরুদ্ধে ১৮০ কোটি ডলারের মামলা যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র মা'র জন্য দোয়া চাইলেন তারেক রহমান টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ পটিয়ায় মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত শেষ ওভারে ৩০ রান তুলে অবিশ্বাস্য জয় রংপুরের ফ্ল্যাট বিতর্কের পর প্রকাশ্যে টিউলিপ লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর

#

নিজস্ব সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৪,  9:05 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :-  অস্ত্রের খুঁজে চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা  স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ উদ্দিনের (৪২) ঘরে আইনশৃংখলা বাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার গভীর রাতে সিভিল পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০-৪০ সদস্য উপজেলার বড়লিয়া ইউনিয়নে আশরাফের ঘরে তল্লাশি চালান। দীর্ঘ দুই ঘন্টা তল্লাশি চালিয়েও কোন অস্ত্রের সন্ধান পাইনি। এসময় ঘরের বেশি কিছু মালামাল তছনছ করা হয় এবং আশরাফকে মারধর করার অভিযোগ ওঠে।  আহত আশরাফ রাতেই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সে বড়লিয়া ইউনিয়নের মৃত ছগির আহমদের পুত্র।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  আশরাফ উদ্দিনের বাড়ি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে। তার বিরুদ্ধে ২/৩ মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০-৪০জন সদস্য সিভিল পোষাকে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি চালায়। তবে কোন অস্ত্রের হদিস পাইনি।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফ উদ্দিন জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের কথা বলে আইনশৃঙ্খলা বাহিনী তার ঘরে ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং আলমিরা খুলে মালমাল তছনছ করেছে। তাকে মুখ বেঁধে মারধরও করা হয়েছে। দীর্ঘ দুই ঘন্টা তল্লাশির পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যায়। খবর পেয়ে রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দীন চৌধুরী মানিকের নেতৃত্ব তাকে দেখতে  যান।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, থানা পুলিশের কোন অভিযান ছিল না এবং কারা তল্লাশি করেছে এর কোন তথ্যও তাদের কাছে নেই।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী