ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর

#

নিজস্ব সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৪,  9:05 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :-  অস্ত্রের খুঁজে চট্টগ্রামের পটিয়ায় দক্ষিণ জেলা  স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ উদ্দিনের (৪২) ঘরে আইনশৃংখলা বাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার গভীর রাতে সিভিল পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০-৪০ সদস্য উপজেলার বড়লিয়া ইউনিয়নে আশরাফের ঘরে তল্লাশি চালান। দীর্ঘ দুই ঘন্টা তল্লাশি চালিয়েও কোন অস্ত্রের সন্ধান পাইনি। এসময় ঘরের বেশি কিছু মালামাল তছনছ করা হয় এবং আশরাফকে মারধর করার অভিযোগ ওঠে।  আহত আশরাফ রাতেই পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। সে বড়লিয়া ইউনিয়নের মৃত ছগির আহমদের পুত্র।

জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  আশরাফ উদ্দিনের বাড়ি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে। তার বিরুদ্ধে ২/৩ মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ৩০-৪০জন সদস্য সিভিল পোষাকে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি চালায়। তবে কোন অস্ত্রের হদিস পাইনি।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশরাফ উদ্দিন জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের কথা বলে আইনশৃঙ্খলা বাহিনী তার ঘরে ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং আলমিরা খুলে মালমাল তছনছ করেছে। তাকে মুখ বেঁধে মারধরও করা হয়েছে। দীর্ঘ দুই ঘন্টা তল্লাশির পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যায়। খবর পেয়ে রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দীন চৌধুরী মানিকের নেতৃত্ব তাকে দেখতে  যান।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি জায়েদ নূর জানিয়েছেন, থানা পুলিশের কোন অভিযান ছিল না এবং কারা তল্লাশি করেছে এর কোন তথ্যও তাদের কাছে নেই।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী