ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
জোর যায় মুল্লুক তার, এই নীতিতে যদি আমরা দেশ সংস্কার করি তাঁতে দেশ গৃহযোদ্ধের দিকে ধাপিত হতে পারে। লন্ডনে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রান্ড মীলাদুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত Shahriar Kabir arrested in Dhaka, conspicuous charges ক্ষমতার দখল নিয়ে জামায়াত ও বিএনপির লড়াই তুঙ্গে ইউনুস মাঝির মৃত্যুতে শিল্প এলাকা ক্রীড়া পরিষদের শোক চট্টগ্রামে অস্ত্রের খুঁজে স্বেচ্ছাসেবক দল নেতার ঘরে তল্লাশি, মারধর পটিয়ায় কেলিশহর আর্বাণ কো অপারেটিভের নির্বাচনে সভাপতি আশীষ দে, সম্পাদক রূপন কুমার দে চট্টগ্রামে ডেঙ্গু চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাতারবাড়ীর ব্যবসায়ী সেলিম উল্লাহ সেলিম চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা

কক্সবাজারে জেলের এক জালে উঠে এলো ১১৬ টি মাছ

#

১০ ফেব্রুয়ারি, ২০২২,  10:24 PM

news image

কক্সবাজার অফিস 

কক্সবাজারের কুতুবদিয়ায় এক  জালে আটকা পড়েছে ১১৬টি লাল পোয়া মাছ । প্রতিটির ওজন ৮ থেকে ১৫ কেজি। যা বিক্রি হলো ১৪ লাখ টাকায়। 

বৃহস্পতিবার  দুপুরে  উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া গ্রামের সাঁচি মিয়ার ছেলে মো. মিজান ও মোস্তাক আহমদের ছেলে ছৈয়দ নুরের জালে এই মাছ ধরা পড়ে।

 
কক্সবাজার ফিশারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদসহ  কয়েকজন মাছগুলো ১৪ লাখ টাকায়  কিনে নেন।

কুতুবদিয়া জেলে মোস্তাক ও ছৈয়দ নূর বলেন, সকালে  কুতুবদিয়া চ্যানেলে তারা জাল বসান। দুপুরে  জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোয়া মাছ  লাফালাফি করছে। গণনা করে ১১৬টি পোয়া মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১৫ কেজি ।

মোস্তাক বলেন, প্রথমে মাছগুলো ২০ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের মোহাম্মদ সওদাগরসহ কয়েকজন ১৪ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।


 
খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যান ।তারা জানান, কুতুবদিয়া দ্বীপের ইতিহাসে এত গুলো পোয়া মাছ কোনো জেলের জালে ধরা পড়েনি।  ঘটনাটি সবার মাঝে কৌতূহল সৃষ্টি করেছে ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এই ধরনের পোয়া মাছ গুলো সহজে পাওয়া যায় না, এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়েছে।

তিনি বলেন,  লাল পোয়া মাছের বায়ুথলিটা সাধারণত এক ফুট পর্যন্ত লম্বা হয়।
এই বায়ুথলি দিয়ে বিভিন্ন চিকিৎসার কাজে ব্যবহারের জন্য নানা প্রকার সার্জিক্যাল মেডিসিন তৈরি করা হয়। তাই পোয়া মাছের দাম ও চাহিদা অনেক । 


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল