ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

আইয়ুব বাচ্চুকে নিয়ে যা বললেন তার মেয়ে

#

১৯ জুন, ২০২২,  7:12 PM

news image

দেশের রক আইকন আইয়ুব বাচ্চু। মৃত্যু তাকে কেড়ে নিলেও অগনিত ভক্ত-শ্রোতাদের হৃদয়ে আজও বেঁচে আছেন এই গিটারের জাদুকর। তার গানের সুর আজও ভরিয়ে তোলে শ্রোতাদের হৃদয়। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পড়ি দেওয়া এই রকস্টার, অমর হয়ে থাকবেন তার গানের সুরে।

প্রতি মুহূর্তে তার স্মৃতি আঁকড়ে ধরে আছেন পরিবারের সদসরা। বাবা দিবসে কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে কথা বললেন তার মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব। বললেন, ‘বাবা দিবস বা মা দিবস- ওভাবে আমি বা আমার পরিবার কখনো উদযাপন করিনি। এছাড়া যদি নির্দিষ্ট করে বাবার কোনো স্মৃতির কথা আমাকে বলতে হয়, তাহলে সেটা খুব কঠিন হবে। কারণ বাবার ব্যক্তিত্ব এতো চমৎকার ছিল যে, বাবার সঙ্গে এতো বেশি স্মৃতি যেখান থেকে সাজিয়ে একটা বিষয় বলাটা মনে হয় না আমার পক্ষে সম্ভব।’তিনি আরো বলেন, ‘তবে বাবার একটা বিষয় আমি খুব মিস করি। মেয়ে হিসেবে যদি কখনো কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যেতাম, তখন বাবা তার নানা অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতেন। একজন বাবার দৃষ্টি থেকে বা একজন সন্তানের দৃষ্টি থেকে অথবা একজন ভালো মানুষের দৃষ্টি থেকে তখন তিনি কথাগুলো বলতেন এবং শেখাতেন- যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি অথবা ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে পারি। সেই জিনিসগুলো আমি অনেক মিস করি। বাবা চলে গেছেন- আর কখনো এই ধরণের আলাপ আর কারো সঙ্গে হয় না। আর কখনো হবে বলেও মনে হয় না।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী