ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

আইয়ুব বাচ্চুকে নিয়ে যা বললেন তার মেয়ে

#

১৯ জুন, ২০২২,  7:12 PM

news image

দেশের রক আইকন আইয়ুব বাচ্চু। মৃত্যু তাকে কেড়ে নিলেও অগনিত ভক্ত-শ্রোতাদের হৃদয়ে আজও বেঁচে আছেন এই গিটারের জাদুকর। তার গানের সুর আজও ভরিয়ে তোলে শ্রোতাদের হৃদয়। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পড়ি দেওয়া এই রকস্টার, অমর হয়ে থাকবেন তার গানের সুরে।

প্রতি মুহূর্তে তার স্মৃতি আঁকড়ে ধরে আছেন পরিবারের সদসরা। বাবা দিবসে কিংবদন্তি এই শিল্পীকে নিয়ে কথা বললেন তার মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব। বললেন, ‘বাবা দিবস বা মা দিবস- ওভাবে আমি বা আমার পরিবার কখনো উদযাপন করিনি। এছাড়া যদি নির্দিষ্ট করে বাবার কোনো স্মৃতির কথা আমাকে বলতে হয়, তাহলে সেটা খুব কঠিন হবে। কারণ বাবার ব্যক্তিত্ব এতো চমৎকার ছিল যে, বাবার সঙ্গে এতো বেশি স্মৃতি যেখান থেকে সাজিয়ে একটা বিষয় বলাটা মনে হয় না আমার পক্ষে সম্ভব।’তিনি আরো বলেন, ‘তবে বাবার একটা বিষয় আমি খুব মিস করি। মেয়ে হিসেবে যদি কখনো কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যেতাম, তখন বাবা তার নানা অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতেন। একজন বাবার দৃষ্টি থেকে বা একজন সন্তানের দৃষ্টি থেকে অথবা একজন ভালো মানুষের দৃষ্টি থেকে তখন তিনি কথাগুলো বলতেন এবং শেখাতেন- যাতে আমি একজন ভালো মানুষ হতে পারি অথবা ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে পারি। সেই জিনিসগুলো আমি অনেক মিস করি। বাবা চলে গেছেন- আর কখনো এই ধরণের আলাপ আর কারো সঙ্গে হয় না। আর কখনো হবে বলেও মনে হয় না।’

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল