ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ পটিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরিক্ষার্থীর পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ মোটরসাইকেল চুরি চক্রের প্রধান ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যাশী মানুষ জীবনে কখনো পরাজতি হয় না-বদিউল আলম ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা পটিয়া নবজাগরণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বাষিকীতে ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধন মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা

অহংকার করে আইপিএলে বাঙালিদের বসিয়ে রাখে ওরা : ওমর সানী

#

১১ এপ্রিল, ২০২৩,  6:06 PM

news image

ভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশি সরব চিত্রনায়ক ওমর সানী। সমসাময়িক ইস্যু ও ব্যক্তিজীবনে নানা বিষয় নিয়ে প্রায়ই কথা বলে থাকেন ফেসবুকে। আর মাঝে-মধ্যে ভক্ত-দর্শকদের সঙ্গে বেশ মজাও করেন থাকেন।


এদিকে, সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক বক্তব্যে বলেন, ‘৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে নারী অলিম্পিকের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখানী বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের জন্য সেখানে আমরা যেতে পারছি না।’


তার এমন বক্তব্যের পরপরই শুরু নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে কথা বলেছেন অনেকেই। আর সোশ্যাল মিডিয়ায় আলোচনা তো থেমে নেই। এবার বিষয়টি কথা বলেন চিত্রনায়ক ওমর সানী। তার এই স্ট্যাটাসের একটি মন্তব্য ঘিরে চলছে তুমুল হাসিঠাট্টা।ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান হন আর বোলার হন, কোনো লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০%। এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি। নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’


তিনি আরও লিখেছেন, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরও অনেক। ক্ষুদ্র অভিজ্ঞতা।’


এই নায়কের এমন পোস্টের মন্তব্য করেছেন প্রিন্স রাকিব নামে একজন ভক্ত। সঙ্গে প্রকাশ করেন জোড়া লাগানো একটি ছবি। যেখানে দেখা যায়, শীতের পোশাকে ওমর সানীর আর অন্য ছবিতে খোলামেলা পোশাকে জয়া আহসান আর দুই বাংলার এই অভিনেত্রীর ছবিতে সানীর একটি মন্তব্য। সঙ্গে সেই ভক্ত ক্যাপশন দিয়েছেন, ‘ওহহ আচ্ছা’।


ভক্তের এমন দেখে হয়তো রেগে যান সানী। কিন্তু তা সামালে উত্তর দিয়েছেন মজার। সানীর কথায়, ‘ধন্যবাদ তোরে আব্বা’। এরপরই নায়কের এমন স্ট্যাটাস উত্তর বাদ রেখে, ফেসবুকে চলছে মন্তব্যের মন্তব্য খেলা। ‘ওহহ আচ্ছা’ আর ‘ধন্যবাদ তোরে আব্বা’ মন্তব্য নিয়ে চলছে নেটিজনদের হাসিঠাট্টা। ইতিমধ্যেই সানীর এমন উত্তরে প্রতিক্রিয়া পড়েছে হাজারের ওপর। আর কথা তো চলছেই।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল