ঢাকা ০৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার পটিয়ায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত ওসি জায়েদ নূরের বিরুদ্ধে সাংবাদিকের বিস্ফোরক বার্তা বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে

অভিনেত্রী শাহনাজ খুশির আবেগঘন পোস্ট

#

১২ মার্চ, ২০২৪,  12:13 PM

news image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে নিজের ভালো-মন্দ কিংবা অনুভূতি শেয়ার করেন। এবার ছোটবেলার স্মৃতি নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন খুশি।

মঙ্গলবার (১২ মার্চ) নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন খুশি। সেখানে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খুশি লিখেছেন, আমার ছোট্টবেলার নিজের কোনো ছবি নাই। যেমন— সবার মায়ের কোলে, দোলনায়, কপালের এক কোনে বড় একটা কাজলের টিপ দেওয়া! হামাগুড়ি দিয়ে বসা, পাশে অষ্টারমিল্ক বা গ্ল্যাক্সো’র কৌটা রাখা!

একটু বড় হবার পর, দুই পাশে ঝুঁটি করা, ফ্রকের পেছনের ফিতা ফুল করে বাঁধা, হাঁটু অবধি মোজার সঙ্গে কালো জুতো!

মা-আব্বা পাশাপাশি, আব্বার হাঁটুর ওপরে বসা! নাহ নাই! আমি প্রায়ই ভাবি, কেমন হতে সে ছবি থাকলে? আমার চোখে কি টানা দেওয়া কাজল থাকতো, মায়ের একরাশ খোলা চুল থাকতো, সারা পিঠে ছড়ানো? অনেক কাঁথা বালিশের মাঝে, তুলতুলে ছোট্ট বালিশে ঘুমানো?

নাকি উঠোনে রশিতে মেলে রাখা কাপড়ের ফাঁকে ছোট্ট ফ্রক পরা আমি দাঁড়ানো! ভাই-বোন সবাই মিলে সারি বদ্ধভাবে দাঁড়ানো? আমাদের ছোটবেলায় কিছুই ছিল না। আর এমন একটা ছবিও ছিল না। আর এই ভাবনা অনেক সিনেমার গল্প তৈরি করে আমার মাথায়!

আমাদের ছোটবেলা ভাই-বোনের সংখ্যা ছিল কেবল, নিজ দায়িত্বে বেড়ে উঠা ছিল, যা কিছু না থাকা, সেখান থেকে অনেক কিছু করার সংকল্প ছিল। কিন্তু তবুও ভাবি, একটা ছবি থাকলে, ছোটবেলাটার একটা ভূগোল থাকত! শিশু কালের সঙ্গে কোথাও আমি মাঝে মাঝে প্রবাসী হতাম। এ জীবনের এত চোরাবালি থেকে মাঝে মাঝে মুক্তি ঘটত!

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী