ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

অভিনেত্রী শাহনাজ খুশির আবেগঘন পোস্ট

#

১২ মার্চ, ২০২৪,  12:13 PM

news image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে নিজের ভালো-মন্দ কিংবা অনুভূতি শেয়ার করেন। এবার ছোটবেলার স্মৃতি নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন খুশি।

মঙ্গলবার (১২ মার্চ) নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন খুশি। সেখানে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খুশি লিখেছেন, আমার ছোট্টবেলার নিজের কোনো ছবি নাই। যেমন— সবার মায়ের কোলে, দোলনায়, কপালের এক কোনে বড় একটা কাজলের টিপ দেওয়া! হামাগুড়ি দিয়ে বসা, পাশে অষ্টারমিল্ক বা গ্ল্যাক্সো’র কৌটা রাখা!

একটু বড় হবার পর, দুই পাশে ঝুঁটি করা, ফ্রকের পেছনের ফিতা ফুল করে বাঁধা, হাঁটু অবধি মোজার সঙ্গে কালো জুতো!

মা-আব্বা পাশাপাশি, আব্বার হাঁটুর ওপরে বসা! নাহ নাই! আমি প্রায়ই ভাবি, কেমন হতে সে ছবি থাকলে? আমার চোখে কি টানা দেওয়া কাজল থাকতো, মায়ের একরাশ খোলা চুল থাকতো, সারা পিঠে ছড়ানো? অনেক কাঁথা বালিশের মাঝে, তুলতুলে ছোট্ট বালিশে ঘুমানো?

নাকি উঠোনে রশিতে মেলে রাখা কাপড়ের ফাঁকে ছোট্ট ফ্রক পরা আমি দাঁড়ানো! ভাই-বোন সবাই মিলে সারি বদ্ধভাবে দাঁড়ানো? আমাদের ছোটবেলায় কিছুই ছিল না। আর এমন একটা ছবিও ছিল না। আর এই ভাবনা অনেক সিনেমার গল্প তৈরি করে আমার মাথায়!

আমাদের ছোটবেলা ভাই-বোনের সংখ্যা ছিল কেবল, নিজ দায়িত্বে বেড়ে উঠা ছিল, যা কিছু না থাকা, সেখান থেকে অনেক কিছু করার সংকল্প ছিল। কিন্তু তবুও ভাবি, একটা ছবি থাকলে, ছোটবেলাটার একটা ভূগোল থাকত! শিশু কালের সঙ্গে কোথাও আমি মাঝে মাঝে প্রবাসী হতাম। এ জীবনের এত চোরাবালি থেকে মাঝে মাঝে মুক্তি ঘটত!

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল