“পটিয়ায় বিজয় মিছিলের মাধ্যমে ইতিহাস সৃষ্টি হবে” — ইদ্রিস মিয়া
নিজস্ব সংবাদদাতা
২৮ জুলাই, ২০২৫, 8:16 PM

নিজস্ব সংবাদদাতা
২৮ জুলাই, ২০২৫, 8:16 PM

“পটিয়ায় বিজয় মিছিলের মাধ্যমে ইতিহাস সৃষ্টি হবে” — ইদ্রিস মিয়া
মোরশেদ আলম: পটিয়ায় কেন্দ্র ঘোষিত ৫ আগস্ট ২০২৫ “বিজয় মিছিল” কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেলে পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আগামী ৫ আগস্টের ‘বিজয় মিছিল’ একটি ইতিহাস গড়া মুহূর্ত হয়ে থাকবে। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায়বিচার, ভোটাধিকার ও স্বাধীন মত প্রকাশের অধিকার পুনরুদ্ধারের জাতীয় আন্দোলনের অংশ।
আমাদের অভিভাবক ও সকলের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায়, জুলাই মাসের গৌরবময় স্মৃতিকে ধারণ করে দেশের প্রতিটি উপজেলায় এই বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। যারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, আহত হয়েছেন—তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা সকলেই দোয়া করবো।
আমি দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি—শৃঙ্খলা, সাহসিকতা ও ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমে এই কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করুন। এই আন্দোলন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।”
সভায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে ও মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার উদ্দিন চেয়ারম্যান, সদস্য জাহাঙ্গীর চৌধুরী ও এসএম সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জসিম উদ্দিন, আবু জাফর চৌধুরী, মফজল চেয়ারম্যান, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম সাজ্জাদ, আলী আজগর, আবুল কালাম, আবুল বশর, জিল্লুর রহমান, রবিউল হোসেন বাদশা, শামসুল আনোয়ার খান, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হারুনুর রশিদ চৌধুরী, আব্দুল মোতালেব মনু মেম্বার, আলমগীর মেম্বার, কামরুল ইসলাম, সিরাজ সও, নাজমুল হোসেন, এড. ফোরকান, এম এ রুবেল, মো. রফিক, জাগির মেম্বার, আব্দুল মাবুদ, শাহ আলন, নুরুল আলম, মো. আবুল হাশেম, লিটন চৌধুরী, সাজ্জাদ, কুতুব উদ্দিন আজিম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।