“দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া
নিজস্ব সংবাদদাতা
১২ জুন, ২০২৫, 12:05 AM

নিজস্ব সংবাদদাতা
১২ জুন, ২০২৫, 12:05 AM

“দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া
পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়ার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহের ঘোষণা দেওয়া হলে, একই কমিটির সদস্য এনামুল হক এনামের অনুসারীরা তা প্রতিহত করতে সক্রিয় ভূমিকা নেয়। এ নিয়ে পৌর সদরের দলীয় কার্যালয় এলাকায় বুধবার সকাল থেকে দিনভর চরম উত্তেজনা দেখা দেয়।
ইদ্রিস মিয়া তার নেতৃত্বে বায়তুশ শরফ মসজিদ এলাকায় দলীয় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ইদ্রিস মিয়া বলেন,“দলের নাম ভাঙিয়ে বিএনপির পরিচয়ে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কার্যালয় দখল করে রেখেছে। তারা দলীয় কার্যক্রমের নামে ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যস্ত। এই গ্রুপটি আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী আমাদের অনুরোধ করেছে যেন উত্তেজনা এড়াতে দলীয় কার্যালয়ে না যাই — আমরা তা মেনে নিয়েছি। কিন্তু এনামের অনুসারীরা লাঠিসোটা নিয়ে কার্যালয় দখল করে রেখেছে। প্রশাসন স্পষ্ট পক্ষপাতিত্ব করছে।”
পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম উত্তেজনার জন্য ইদ্রিস মিয়ার কর্মসূচিকে দায়ী করে বলেন, “একই জায়গায় একাধিক কর্মসূচি ঘোষণা করাতেই বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে।”
এদিকে ইদ্রিস মিয়া তার বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগের দোসর কিংবা দলবিরোধী কার্যকলাপে জড়িত কেউ বিএনপির সদস্য হতে পারবে না। দলের স্বার্থে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “ইউএনও এবং প্রশাসনের ভূমিকা পক্ষপাতদুষ্ট। তারা দলবিরোধীদের সহায়তা করছে এবং দলীয় অফিস দখলে সহযোগিতা দিচ্ছে। প্রশাসনের এই ভূমিকা ফ্যাসিবাদী এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”