‘প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন বাঙ্গালী জাতির জন্য আশির্বাদ'-বদিউল আলম
নিজস্ব সংবাদদাতা
১৮ মে, ২০২২, 10:22 AM

নিজস্ব সংবাদদাতা
১৮ মে, ২০২২, 10:22 AM

‘প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন বাঙ্গালী জাতির জন্য আশির্বাদ'-বদিউল আলম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি। বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তঁার কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে পা রাখেন। তিনি এসে নামাজ পড়ে প্রথমে দুটি কথা বলেছিলেন- আমি সব কিছু হারিয়েছি, আমার হারাবার কিছু নেই। আমি বাংলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সেই থেকে অদ্যাবধি তিনি মানুষের জন্য কাজ করে আসছেন। প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন বাঙ্গালী জাতির জন্য আর্শ্বিাদ হয়ে এসেছে। তিনি না আসলে বাংলাদেশ আজ বিশ্বের মাঝে রোল মডেল হিসেবে গড়ে উঠত না।
মঙ্গলবার সন্ধায় পটিয়া পৌর বাসষ্টেন্ডে ১৭মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠক সমূহ এর উদ্যোগে আয়োজিত আলোচনা ও প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন’এডভোকেট বদিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, বীর মুক্তিযোদ্ধা রফিক চেয়ারম্যান, পটিয়া থানা যুবলীগের সাবেক সভাপতি ব্যাংকার নরুল ইসলাম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর, সাবেক ছাত্রনেতা আলী আহম্মদ বাবুল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল ইমরান, সাবেক কাউন্সিলর আবদুল খালেক, মহানগর যুবলীগ নেতা মোখতার আহমদ আরিফ, কামরুল হাসান মল্ল, শ্রমিক লীগ নেতা মোঃ জামশেদ, মোঃ খোরশেদ।
সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম ও আজিজুল হক মানিক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, যুবনেতা ফজল আহম্মদ দৌলতী, রিটন বড়ুয়া, নজরুল ইসলাম, হাসান শরীফ, সাইফুল ইসলাম সাইফু, মোঃ ইকবাল, সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, সিদ্ধার্ত বড়ুয়া, তৌহিদুল আলম জুয়েল, মোঃ আজম, সাইফুদ্দীন ভোলা, মোঃ কামাল উদ্দিন, মোঃ ওবাইদুল, মোঃ রুনেল, মোঃ আনোয়ার, সাহাবুদ্দীন সাদি, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, মোঃ হোসেন, মোঃ সাইফু, ছাত্রলীগ নেতা মোঃ রুবেল, বাদশা মিয়া, ছোটন, সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বদিউল আলম আরো বলেন, পটিয়ার আওয়ামী-যুবলীগের কোন নেতা আজ ভাল নেই। পটিয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীদের শোষণ নির্যাতন করছে হুইপ সামশুল হক চৌধুরী ওরফে বিচ্চু। বিচ্চু পরিবার আজ পটিয়াকে জিম্মি করে রেখেছে। তঁার লালিত সন্ত্রাসীরা যুবলীগর তিন নেতাকে হত্যার উদ্দ্যেশ্য ব্রাশ ফঁায়ার চালিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে দোষী এবং ইন্দনদাতাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের যুগ্ন আহাবায়ক ডি.এম জমির উদ্দিন বলেন, পবিত্র রমজান মাসে ইফতারের দাওয়াত দিতে গিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের এজেন্ট হুইপ সামশুর সন্ত্রাসী বিচ্চু বাহিনী আমাদের উপর হত্যার উদ্দেশ্যে ব্রাশ ফঁায়ার চালিয়েছে। এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি প্রশাসন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আওয়ামী রাজনীতিকে বিচ্চু পরিবার আজ অত্যাচার করছে। আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারছি কিনা জানিনা। আমি আমার রাজনীতি জীবনে ২’শ উপর মামলার আসামী হয়েছি। নিজের রক্ত দিয়েছি পটিয়ায় বিএনপির ঘাটিকে আওয়ামী রাজনীতির দূর্গ হিসেবে ঘরে তুলতে। আমি এ পর্যন্ত ৫৭ বার গ্রেফতার হয়েছি। এখনো পর্যন্ত অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হচ্ছি। আমি আপনার প্রতি আহবান জানাচ্ছি বিচ্চু পরিবারের রোষানল থেকে পটিয়ার আওয়ামী লীগ ও তৃণমূল নেতৃবৃন্দকে রক্ষা করুন।