ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

‘পাসশূন্য’ দুই কলেজ

#

নিজস্ব সংবাদদাতা

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  5:55 PM

news image


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজ থেকে অংশ নেয়া ৫শ’ শিক্ষার্থীর পাস করেননি কেউ। রোববার বেলা ১২টায় শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণাকালে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ। 


তিনি জানান, দুটি কলেজের ৫শ’ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই পরীক্ষায় কৃতকার্য হননি। বিষয়টি খতিয়ে দেখবে শিক্ষা বোর্ড। এরপর কলেজ দুটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ এক হাজার ১০২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে নগরীর কোতোয়ালি থানার আইডিয়াল কলেজের একজন পরীক্ষার্থী ছিলেন। তিনি অকৃতকার্য হয়েছেন। এছাড়া খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বৌদ্ধ শিশুঘর হাইস্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থীর কেউই কৃতকার্য হতে পারেননি।


এ বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। যা গতবার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গতবারের চেয়ে এবার বেড়েছে জিপিএ-৫। 


পরীক্ষায় অংশ নেয়া এক লাখ এক হাজার ১০২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ২১ হাজার ৮৮৮ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা।


ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন সাত হাজার ৬৭০ জন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল