৮ বছর পরে এক সাথে ৪ সন্তানের জন্ম
২৩ মার্চ, ২০২২, 4:04 PM

NL24 News
২৩ মার্চ, ২০২২, 4:04 PM

৮ বছর পরে এক সাথে ৪ সন্তানের জন্ম
নিজস্ব প্রতিনিধি : গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন আদুরী বেগম নামে এক গৃহবধূ।
সন্তানের আশায় থাকতে থাকতে ৮ বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন তিনি ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে আদুরী বেগম আশার বিয়ে হয়। সংসার জীবনে কোনো সন্তান না থাকায় হতাশায় ভুগছিলেন ওই দম্পতি। অনেক চিকিৎসার পর গত বছর অন্তঃসত্ত্বা হন আদুরী বেগম। আল্ট্রাসনোগ্রামে তার গর্ভে ৪ সন্তানের অস্তিত্ব ধরা পড়ে।
মঙ্গলবার সন্ধ্যায় আদুরীকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে সফল অস্ত্রোপচারে ৩ মেয়ে ও এক ছেলের জন্ম হয়। নবজাতকের বাবা মনিরুজ্জামান বলেন, এই সন্তানের জন্য দীর্ঘ ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। আমি ছোট চাকরি করলেও তাদের মানুষের মত মানুষ করার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, মঙ্গলবার রাতে আদুরী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। আমরা সফলভাবে সেটি করতে পেরেছি। বাচ্চাদের ওজন কম রয়েছে ও বাচ্চাগুলো ৩২ সপ্তাহের। ৪টি বাচ্চাই সিজারের পর কান্না করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বাচ্চাগুলোর খেয়াল রাখছে।