ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

৭ জানুয়ারীর নির্বাচনে পটিয়ার মানুষ তাদের ভোটাধিকার আদায় করে নোঙ্গরকে বিজয়ী করবে-এম এয়াকুব আলী

#

নিজস্ব সংবাদদাতা

২৬ ডিসেম্বর, ২০২৩,  8:27 PM

news image

পটিয়া প্রতিনিধি: শিল্পপার্ক এম এয়াকুব আলী বলেছেন, আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে পটিয়ার মানুষ তাদের নিজ নিজ ভোটাধিকার প্রতিষ্ঠা করে শোষণ শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখে নোঙ্গর মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। গত ১৫ বছর মানুষ তাদের ভোটাধিকার হতে বঞ্চিত ছিল। দিনের ভোট রাতে হয়েছে, মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি। এবার সুযোগ এসেছে ভোটার অধিকার ফিরিয়ে নেয়ার। সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন যে কোন মূল্যে এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশ গ্রহন মূলক হবে। 

নোঙ্গর প্রতিকের এ প্রার্থী বলেন, নির্বাচনী প্রচারনায় পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানকার জনপদের রাস্তা-ঘাট, কালভার্ট নির্মাণ সহ উন্নয়ন বঞ্চিত করা হয়েছে গত ১৫ বছরে। কারণ বর্তমান সংসদ সদস্য হাজার হাজার কোটি টাকার উন্নয়নের কথা বললেও পটিয়ার জনপদে কোন উন্নয়ন হয়নি। তিনি উন্নয়ন করেছেন তার পরিবার আত্নীয় স্বজনদের। আগামী নির্বাচনে নোঙ্গর প্রতিকে ভোট দিতে উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতিকের প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়ন, ধলঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার নির্বাচনী কার্যালয় উদ্ধোধন এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এদিন তিনি হাবিলাসদ্বীপ, পূর্ব হাবিলাসদ্বীপ, চরকানাই, সফর আলী মুন্সির হাট, পাচুরিয়া,  ধলঘাট, ঈশ্বর খাইন, ধলঘাট ক্যাম্প, প্রভাত স্টোর এলাকায় গণসংযোগ করেন।

এম এয়াকুব আলী আরো বলেন, পটিয়ার তরুণ প্রজন্মের ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার তাদের ভোট যে দিকে পড়বে সে প্রার্থী নির্বাচিত হবে। আমি আশা করছি এবারের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে তরুন প্রজন্মের ভোটারেরা তাদের ভোটাধিকার আদায়ের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বির্নিমানে মাদদ, সন্ত্রাসের বিরুদ্ধে আমার প্রতিক নোঙ্গরে ভোট দিয়ে নির্বাচিত করবে। 

এসময় উপস্থিত ছিলেন, মনসুর আলম, মুন্সি মিয়া সওদাগর, ডা. জাহাঙ্গীর, আলহাজ্ব মোহাম্মদ ছৈয়দ, জায়েদুল হক মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, নুরুল ইসলাম কোম্পানি, ইলিয়াস সওদাগর, মনসুর আলী, জালাল সওদাগর, আব্বাস আলী সহ আরো অনেকেই।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী