ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

৬ হাজার টেস্ট রান করা প্রথম বাংলাদেশি মুশফিক

#

ক্রীড়া ডেস্ক

২২ অক্টোবর, ২০২৪,  6:56 PM

news image
ছবি: সংগৃহীত

নামের পাশে ৫৯৬১ রান নিয়ে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। অন্য ব্যাটারদের মতো তিনিও প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। মাত্র ১১ রান করেন। তবে দ্বিতীয় ইনিংসে দলের বিপদে হাল ধরেছেন। ৩৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পথে অনন্য এক মাইলফলকে নাম লেখান ডানহাতি ব্যাটার।

২৬তম ওভারে ডেন পিয়েটের বলে পয়েন্ট দিয়ে চার মারেন মুশফিক। মাইলফলক ছুঁতে ২৮ রান লাগতো। ওই বাউন্ডারিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রান অতিক্রম করেন তিনি। 

সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৯৩ ম্যাচ খেলছেন মুশফিক। দ্বিতীয় দিন নাজমুল হোসেন শান্ত ২৪ রানে ফেরার পর ক্রিজে নামেন তিনি। তারপর সিঙ্গেল ও ডাবলসে বাংলাদেশের হাল ধরেন। সুযোগ বুঝে চারও মেরেছেন। ২৬ বল খেলেছেন তিনি, নামের পাশে তার রান বেড়ে দাঁড়িয়েছে ৬০০৩। সব মিলিয়ে ৭৪তম ব্যাটার হিসেবে এই মাইলফলকে মুশফিক।

মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৪২ রানের অবিচ্ছিন্ন ‍জুটি গড়েছেন মুশফিক। দল করেছে ৩ উইকেটে ১০১ রান। এখনও ১০১ রান পেছনে স্বাগতিকরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী