৬ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ দুইজন গ্রেফতার
০১ এপ্রিল, ২০২২, 6:18 PM

NL24 News
০১ এপ্রিল, ২০২২, 6:18 PM

৬ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার পানিহরি গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী মোছা. মিনা বেগম (৪৮) ও একই জেলার ফুলপুর থানার কড়ইকান্দি গ্রামের মো. ইউনুস আলীর ছেলে মো. এমদাদুল হক (২১)। তারা উভয়েই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আমজাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
গাজীপুর জেলা ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, জেলা ডিবি পুলিশের একটি টহল টিম বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থান করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভবানীপুর এলাকায় আমজাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়ার বাসায় কয়েক মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে ডিবি পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ দুইজনকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ কাছ থেকে ১৭টি প্লাস্টিকের জিপারে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ২টি সাদা পলিথিনের পোটলায় ভাঙা/গুড়া অবস্থায় ২৬০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়, যা ২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটের সমপরিমাণ। যার অবৈধ মূল্য ১৮ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে শুক্রবার জয়দেবপুর থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।