ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

৬ মণ ওজনের শাপলা পাতা মাছ বিক্রি হলো ৬০ হাজারে

#

১৪ মার্চ, ২০২২,  10:57 PM

news image

স্টাফ রিপোর্টার:- বঙ্গোপসাগরের সন্দ্বীপ এলাকায় জেলেদের বড়শিতে ধরা পড়লো ৬ মণ ওজনের  শাপলা পাতা মাছ।

সোমবার (১৪ মার্চ ) ভোরে জেলে মোহাম্মদ রফিকের বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে উপজেলার কালা বিবি দীঘির মোড়ের মৎস্য আড়তে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

আড়ৎদার মো.আবু ছাদেক বলেন,মাছ বাজারে মাঝে মধ্যে অনেক জেলে শাপলা পাতা মাছ নিয়ে আসেন। তবে এত বড় শাপলা পাতা মাছ আর আসেনি। 

জেলে মোহাম্মদ রফিক জানান,তারা দুই ভাই মিলে সাগরে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করেন। বড় সাইজের শাপলা পাতা ধরতে সমুদ্রের তীরে জেলেরা বড়শি পেতে রাখে। তীর দিয়ে শাপলা পাতা বিচরণ করার সময় বড়শিতে আটকে যায়। মাছটি কিনে নেয় শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মৎস্য আড়ৎ। পরে খুচরা এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি ৬০হাজার টাকায় বিক্রয় করা হয়।

এর আগে গত বুধবার একই জেলের বড়শিতে ধরা পড়ে ১৬৫ কেজি ওজনের আরও একটি শাপলা পাতা মাছ। ওই মাছটি ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।

উল্লেখ্য, শাপলাপাতা মাছের বৈজ্ঞানিক নাম ' স্টিংরে ফিস'। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) কর্তৃক শাপলাপাতা মাছকে বিপন্ন প্রায় প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ সালের আইন অনুযায়ী এই মাছ সম্পূর্ণ শিকার নিষিদ্ধ।

 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন,মাছটি শাপলা পাতা নামে পরিচিত। সাধারণত মাটি ছুঁই ছুঁই করে চলাচল করে এ মাছ। মাছটি সামুদ্রিক মাছ, উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়।শাপলা পাতা মাছটি প্রায় বিলুপ্তির পথে। এ মাছ ধরা এবং বিক্রি করা দন্ডনীয় অপরাধ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী