আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর, ২০২৪, 10:15 AM
৪ দিনে ২৫০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত
গত ১ অক্টোবর লেবাননে ইসরায়েলের স্থল বাহিনী অভিযান শুরু করার পর থেকে সেখানে অন্তত ২৫০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন কমান্ডার এবং বাকিরা সাধারণ যোদ্ধা। এছাড়া গত চার দিনে হিজবুল্লাহর ২ হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, “গত চার দিনে ২৫০ জন সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি ২ হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।” নিহতদের মধ্যে ৫ জন ব্যাটালিয়ন কমান্ডার, ১০ জন কোম্পানি কমান্ডার, এবং ৬ জন প্ল্যাটুন কমান্ডার ছিলেন। এই অভিযানে স্থলবাহিনীকে সহযোগিতা করছে বিমানবাহিনী।
ইরানের সমর্থনে গঠিত হিজবুল্লাহ, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলকে ধ্বংসের প্রতিশ্রুতি দিয়ে আসছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশে লেবাননের দক্ষিণাঞ্চল, যেখানে হিজবুল্লাহর প্রধান ঘাঁটি অবস্থিত, সেই অঞ্চলটি এখন যুদ্ধের মঞ্চ।
২০ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের বিমানবাহিনী লেবাননে অভিযান শুরু করে। প্রায় ১০ দিনের সেই অভিযানে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে বেশ কয়েকজন নিহত হন। যার ফলে গোষ্ঠীটির নেতৃত্বে ভাঙন দেখা দেয়। বিমান অভিযান শেষে ১ অক্টোবর থেকে স্থল বাহিনী অভিযান শুরু করে।