৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
২২ ফেব্রুয়ারি, ২০২২, 9:09 PM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 9:09 PM

৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার গভীর রাতে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী গ্রামে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ওই ইউপির মন্তলী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- মৌকরা দক্ষিণপাড়া গ্রামের আবু সাইদ ওরফে আবু (৩৫) ও একই গ্রামের মধ্যম পাড়ার মতিউর রহমানের ছেলে ফয়সাল (২৮)।
নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।