৪৫৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৬ এপ্রিল, ২০২২, 11:32 AM

NL24 News
০৬ এপ্রিল, ২০২২, 11:32 AM

৪৫৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর নামক স্থান থেকে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ বুলবুল মল্লিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চুয়াডাঙ্গা হতে যশোরগামী একটি পিকআপ ফেন্সিডিল নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। এসময় র্যাব সদস্যরা কালীগঞ্জ উপজেলার আলাইপুর জামতলা বাজারে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে ওই পিকআপটির গতিরোধ করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ড্রাইভারসহ অন্যান্যরা পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী বুলবুল মল্লিককে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পরে পিকআপটির তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ২৮ হাজার ১০ টাকা উদ্ধার করে। মাদক বহনকারী পিকআপটিও জব্দ করা হয়েছে। সেই সাথে আসামিকে মাদক আইনে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় জব্দকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বুলবুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের অশিস মল্লিকের ছেলে।