৪৩ দিনের শিশুকন্যাকে হত্যা করেছে মা
২২ ফেব্রুয়ারি, ২০২২, 11:13 AM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 11:13 AM

৪৩ দিনের শিশুকন্যাকে হত্যা করেছে মা
নিজস্ব প্রতিনিধি : ৪৩ দিনের শিশুকন্যাকে হত্যা করেছে মা। বরিশালের গৌরনদী উপজেলায় সোমবার রাত ৮টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে বাবারবাড়ি থেকে মা হিমা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহত শিশুর নাম খাদিজা ইসলাম রুকাইয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই হারুন অর রশিদ জানান, ৪৩ দিনের শিশু কন্যা খাদিজা ইসলাম রুকাইয়া হামাগুড়ি দিয়ে পুকুরের পানিতে পড়তে পাড়ে না। তাই হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে শিশুর মা হিমা আক্তারকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে বলে জানান।
তিনি বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে (হিমা) ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসআই হারুন অর রশিদ জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী হিমা আক্তার সন্তান প্রসবের আগে থেকেই একই উপজেলার বাদুরতলা গ্রামের বাবার (বাপের) বাড়িতে যান।
সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া সন্তান নিয়ে নানা মৃত হালিম আকনের বাড়িতে অবস্থান করছিলেন মা।
নানি জোহরা খানম ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে গোসল করিয়ে শিশুকন্যা খাদিজা ইসলাম রুকাইয়াকে ঘরের খাটে শুইয়ে রাখেন। কিছুক্ষণ পর নানি জোহরা ঘরে গিয়ে নাতনি খাদিজাকে না দেখে বাসার সবাইকে জানান। এ সময় স্বজনরা তাকে (খাদিজা) খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে নানাবাড়ির পুকুর থেকে খাদিজার লাশ উদ্ধার করেন স্বজনরা।
পরে ওই দিন সন্ধ্যায় পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ১৭ ফেব্রুয়ারি সকালে গৌরনদী থানায় একটি হত্যা মামলা করেন। ওই দিন দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে খাদিজার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।