ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

১৯ দিন পর মুক্ত বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল

#

১০ এপ্রিল, ২০২২,  9:07 PM

news image
হৃদয় চন্দ্র মণ্ডল

নিজস্ব প্রতিনিধি : ১৯ দিন কারাভোগের পর মুক্তি পেলেন হৃদয় মণ্ডল। রোববার বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া হৃদয় চন্দ্র মণ্ডল মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন। 

এদিন দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আখতার ভূঁইয়া হৃদয় চন্দ্র মণ্ডলের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৩ ও ২৮ মার্চ তার জামিন চাওয়া হলেও আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিকে আসামিপক্ষের নিযুক্ত আইনজীবী শাহীন মোহাম্মদ আমান উল্লাহ এ মামলার শুনানি করেন। তিনি বলেন, ২৩  ও  ২৮ মার্চ হৃদয়ের মণ্ডলের জামিন চাওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আমরা সিআর মিস করি। এর পরিপ্রেক্ষিতে আদালত আসামি হৃদয় চন্দ্র মণ্ডলের মামলার সব কিছু যাচাই-বাছাই করে ৫ হাজার টাকা বেল্ড মানি করে তার জামিন মঞ্জুর করেন।

আইনজীবী শাহীন মোহাম্মদ আমান উল্লাহ আরও বলেন, শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল শ্রেণিকক্ষে বলেছিলেন, ধর্ম বিশ্বাস আর বিজ্ঞান যৌক্তিক। এতে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ২০ মার্চ দশম শ্রেণির মানবিক শাখার বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন হৃদয় চন্দ্র মণ্ডল। সেখানে বিজ্ঞান ও ধর্ম বিষয় নিয়ে তার সঙ্গে শিক্ষার্থীদের কয়েকজনের পক্ষে-বিপক্ষে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী ওই কথোপকথনের ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনকে বিষয়টি জানানো হয়। প্রধান শিক্ষক সেদিনই হৃদয় চন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেন।

শিক্ষার্থীরা স্থানীয় কয়েক ব্যক্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের বিষয়টি জানায়। এর পরের দিন সকালে তারা বিদ্যালয়ে এসে ওই শিক্ষককে গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

২২ মার্চ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইলেক্ট্রিশিয়ান মো. আসাদ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী