১৭ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর লাশ উদ্ধার
২৫ ফেব্রুয়ারি, ২০২২, 7:57 PM

NL24 News
২৫ ফেব্রুয়ারি, ২০২২, 7:57 PM

১৭ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া থেকে ১৭ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হারবাং ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
রাত ৭টার দিকে হারবাং ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া থেকে ইয়াছমিন আক্তারের (২৮) লাশ উদ্ধার করা হয়। এছাড়া শুক্রবার দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে রুমানা আক্তার মনির (২৬) মরদেহও উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূ ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াছমিন আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ইয়াছমিন একই এলাকার গাড়িচালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী। তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে হয়েছিল।
অপরদিকে, শুক্রবার দুপুর ১২টার দিকে হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় থেকে শফিকুর রহমানের স্ত্রী রুমানা আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রুমানার দুটি শিশু সন্তান রয়েছে। তার স্বামী হেফজ খানার শিক্ষক। তবে কী কারণে রুমানা আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা আত্মহত্যা না হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ককক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।