১৫ বছর পর গোসল করলেন বাবু লাল
২০ জানুয়ারি, ২০২৩, 6:06 PM

NL24 News
২০ জানুয়ারি, ২০২৩, 6:06 PM

১৫ বছর পর গোসল করলেন বাবু লাল
১৫ বছর পর গোসল করলেন বাবু লাল (৫০। দীর্ঘ ১৫ বছর খোলা আকাশের নিচে বসবাস করছেন মানসিক ভারসাম্যহীন । খেয়ে না খেয়ে কুড়িগ্রাম পৌরশহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় জীবন-যাপন করতেন তিনি।
বিষয়টি নজরে আসার পরে চুল-দাড়ি কেটে গোসল করিয়ে পেটভরে খাওয়ালেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) প্রকাশ সরকার নয়ন, কনস্টেবল জামাল হোসেন, তৌহিদ ও স্থানীয় বাসিন্দা জনি শেখ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাবু লাল ১৫ বছর ধরে একটি দোকানের বারান্দায় থাকছেন। কিন্তু কখনো গোসল করতেন না তিনি। এমনকি সবসময় অনেকগুলো কাপড় পরে থাকতেন। বিষয়টি এক পুলিশের নজরে এলে চুল-দাড়ি কেটে ও গোসল করিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেন। স্থানীয় বাসিন্দা জনি শেখ বলেন, বাবু লালকে ডিবি পুলিশের সদস্যরা চুল কেটে গোসল করিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আমি তাদের এ কাজে সহোযোগিতা করার চেষ্টা করেছি।
এসআই প্রকাশ সরকার নয়ন বলেন, শুনেছি উনি দীর্ঘ ১৪-১৫ বছর ধরে গোসল করেন না। চুল ও দাড়ি অনেক বড় হয়ে গিয়েছিল। বিষয়টি দেখে তার সেবা করার চেষ্টা করেছি মাত্র।