ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

১১ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল শুরু

#

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:19 PM

news image
শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, পাল্টা হামলা ও ভাংচুরের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রায় ১১ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এরপর যান চলাচল শুরু হয়।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদ ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয় থেকে দুই কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভ্ন্নি প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন।

ধর্ষণের ঘটনায় প্রক্টর রাজিউর রহমান রাতেই সদর থানায় মামলা করেছেন এবং সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের মেসে ফিরছিলেন।

এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত মেয়েটির বন্ধুকে মারপিট করে। এরপর নবনির্মিত জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনের মধ্যে নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে। রাতে ছাত্রী ধর্ষণের খবর ক্যাম্পাসে জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জ থানা ঘেরাও করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ফয়সাল আহমেদ নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের এক সহপাঠী বুধবার রাতে শহরের নবীনবাগ এলাকায় তার বাসায় ফেরার সময় গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি। আমরা ইতোমধ্যে জেনেছি তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে যতক্ষণ না পর্যন্ত ধর্ষক শনাক্ত হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। ভিকটিমের সঙ্গে কথা বলে ওই রাতেই দুজনকে আসামি করে আমি বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছি।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, ইতোমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় এনেছি। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী