১১০ কিজি গাঁজাসহ যুবক আটক
২৩ ফেব্রুয়ারি, ২০২২, 9:29 AM

NL24 News
২৩ ফেব্রুয়ারি, ২০২২, 9:29 AM

১১০ কিজি গাঁজাসহ যুবক আটক
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার গ্রামে পুলিশের অভিযানে ১১০ কিজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
ঐ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে কবির (৩৮) ।
বুড়িচং থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় খবর পান যে উপজেলার বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামে গাঁজা নিয়ে এক লোক অবস্থান করছে। খবর পেয়ে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর। উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পূর্বপাড়ার আবুল হাসেমের পরিত্যক্ত ঘরের উত্তরপাশে ৫৫টি প্যাকেট উদ্ধার করেন তারা। কবিরের কাছে পাওয়া এসব প্যাকেটের প্রতিটিতে ২ কেজি করে মোট ১১০ গাঁজা পাওয়া যায়।
আটক কবিরের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।