১০,৫৫০ পিস ইয়াবাসহ অটোরিকশা জব্দ, আটক ২
২২ এপ্রিল, ২০২২, 1:34 PM

NL24 News
২২ এপ্রিল, ২০২২, 1:34 PM

১০,৫৫০ পিস ইয়াবাসহ অটোরিকশা জব্দ, আটক ২
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’তে কর্মরত ল্যান্স নায়েক ফয়সাল সরকারের নেতৃত্বে একটি টহলদল দমদমিয়া চেকপোস্টে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রোহিঙ্গাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,পরে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ওই চালকের স্বীকারোক্তিতে সিটের নিচে থাকা লোহার রডের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ১ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদক বহনের দায়ে অটোরিকশাটিও জব্দ করা হয়, যার বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
অপরদিকে,একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপি’র বিআরএম-৮ হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে ১৪নং ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুটি বিশেষ টহল নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল একজন জেলেকে ঠেলা জাল দিয়ে নাফনদীতে মাছ ধরতে দেখতে পায়। টহলদলের সন্দেহ হলে ওই জেলেকে চারদিক থেকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করে তার সাথে থাকা মাছের ঝুড়ির ভিতর থেকে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আটককৃত রোহিঙ্গা ও অটোরিকশা চালককে জব্দকৃত ইয়াবা এবং অটোরিকশাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।