নিজস্ব সংবাদদাতা
০৮ ফেব্রুয়ারি, ২০২২, 7:37 PM
হুইপের অধিকার নেই প্রধানমন্ত্রী ও আ’লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার-বদিউল আলম
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, সাধারণ জনগন ও নেতাকর্মীরা টাকা খরচ করে এমপি বানিয়েছে হুইপ সামশুল হক চৌধুরীকে। তঁার অবস্থান আজ কোথায়, কেন তিনি আজ বিদেশে যেতে পারছেন না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হুইপকে নৌকা দিয়েছিল সাধারণ মানুষের দুঃখ দূর্দশা লাঘব করতে। তিনি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াননি। সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা আত্নসাৎ করেছেন। আওয়ামীলীগের কোন ত্যাগি নেতারা আজ তঁার কাছে নিরাপদ না। তঁার স্বার্থসিদ্ধি হাছিল করার জন্য মামলা দিয়ে হয়রানি করছে নেতাকর্মীদের। হুইপের অধিকার নেই আ’লীগ ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার।
সোমবার সন্ধায় পটিয়া উপজেলার খরনা ও কচুয়াই ইউনিয়নে শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. আবদুল মতিন চৌধুরী, উদ্বোধক ছিলেন, চৌধুরী মাহবুবর রহমান। মো: কামাল হোসেন এর পরিচালনায় অন্যান্যদের আরো মধ্যে বক্তব্য রাখেন, ডিএম. জমির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস মেম্বার, আওয়ামী লীগ নেতা ইন্জিনিয়ার জসিম উদ্দিন, মল্ল মোহাম্মদ কামরুল হাছান, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শফিউল বারী বাবুল, হাসান শরীফ, সাবেক ছাত্রনেতা আজিজুল হক মানিক, তৌহিদুল আলম জুয়েল, আনোয়ার উদ্দিন, মাসুদ, বাদশা সহ প্রমুখ নেতৃবৃন্দ।