হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে
১৪ এপ্রিল, ২০২২, 12:17 PM

NL24 News
১৪ এপ্রিল, ২০২২, 12:17 PM

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে
নিজিস্ব প্রতিনিধি : আজ ১লা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবারও হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু হবে।
কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ ১লা বৈশাখে সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপনে দুই দেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া ও বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্ধ থাকবে এর কার্যক্রম। ফলে শনিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।