হাসপাতাল কোয়ার্টারে বিয়ের বাদ্য, কাঁপলো রোগী ও পরিজন"
নিজস্ব সংবাদদাতা
১৩ মে, ২০২৫, 10:07 PM

নিজস্ব সংবাদদাতা
১৩ মে, ২০২৫, 10:07 PM

হাসপাতাল কোয়ার্টারে বিয়ের বাদ্য, কাঁপলো রোগী ও পরিজন"
মোরশেদ আলম:- পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরের কোয়ার্টারে একটি বিয়ে বাড়ির আয়োজন ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। হাসপাতালের প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণিল আলোকসজ্জা ও উচ্চ শব্দে বাদ্যযন্ত্রের। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কোয়ার্টারে বসবাসরত এক নার্সের স্বজনের বিয়ে উপলক্ষে এ অনুষ্ঠান হয়। রোগীদের শান্ত পরিবেশে চিকিৎসা নেওয়ার অধিকারকে উপেক্ষা করে হাসপাতালের অভ্যন্তরে এমন অনুষ্ঠান সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলেছে।
এক রোগীর স্বজন বলেন, "রোগী নিয়ে হাসপাতালে এসেছি, অথচ মনে হচ্ছে যেন বিয়ে বাড়িতে আছি। এত শব্দে ছোট বাচ্চা আর বৃদ্ধ রোগীরা বিরক্ত ও কষ্ট পাচ্ছে।"
জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “আমি বিষয়টি জানি না। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়বের দায়িত্বে গাফিলতির কারণেই হাসপাতালের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাদের মতে, হাসপাতাল চত্বরে এমন আয়োজন প্রশাসনিক তদারকির অভাবেরই বহিঃপ্রকাশ।
সামাজিক মাধ্যমে এ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ ধরনের আয়োজন শৃঙ্খলা ও নৈতিকতা প্রশ্নের মুখে ফেলে।