ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!: সারজিস ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মালদ্বীপে ইমিগ্রেশন জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে হাইকমিশনের পরামর্শ চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

হারে প্যারিস পর্ব শেষ এমবাপ্পের

#

নিজস্ব সংবাদদাতা

১৩ মে, ২০২৪,  12:23 PM

news image
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গতরাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজির জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেও দলকে জেতাতে পারেননি। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে হেরে যায় ৩-১ গোলে।

২০২৩-২৪ মৌসুমের লিগ ওয়ানের শিরোপা পিএসজি আগেই নিশ্চিত করে ফেলেছে। নিজেদের মাঠে গতরাতে তুলুসের বিপক্ষে ম্যাচটা ছিল পিএসজির জন্য শিরোপা জয়ের উৎসব করার। তবে ৩-১ গোলে হেরে আর উৎসব করা হয়নি প্যারিসিয়ানদের। চলতি মৌসুমে লিগ ওয়ানের দুই ম্যাচ ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল—তিন ম্যাচের প্রত্যেকটাই পিএসজি খেলবে প্রতিপক্ষের মাঠে।

পার্ক দে প্রিন্সেসে গতরাতে প্রথম গোল এসেছে এমবাপ্পের কল্যাণেই। ৮ মিনিটে আরনাউ তেনাসের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। পাঁচ মিনিট পরেই তুলুজকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার থিস দালিঙ্গা। ১৩ মিনিটে সমতাসূচক গোলটি করেন তিনি।

প্রথমার্ধ্ব শেষ হয় ১-১ গোলে। শেষের দিকে এসে বেশি আক্রমণাত্মক খেলে তুলুজ। ৬৮ মিনিটে ইয়ান বোহোর গোলে এগিয়ে যায় তুলুজ। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে তুলুজের তৃতীয় গোল করেন ফ্র্যাঙ্ক ম্যাগরি।

ম্যাচ শেষে সাংবাদিকদের এনরিকে বলেন, ‘যেসব ম্যাচে উদযাপন করার কথা সেগুলো বাজেভাবে শেষ হয়। পেশাদার জগতে আমার অভিজ্ঞতা তাই বলে। তুলুজ বল ও বল ছাড়া দুর্দান্ত খেলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছে। বলার রয়েছে অল্প কিছুই। আমি কিছুটা হতাশ।’ 

এমবাপ্পের প্যারিস পর্ব শেষের রাতে শুভকামনাও জানিয়েছেন এনরিকে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পের যা প্রাপ্য, ভক্ত-সমর্থকেরা তেমন সম্মান দিয়েছেন। তরুণ হলেও সে ক্লাব কিংবদন্তি। এখনো আমাদের সঙ্গে তার দুটি ম্যাচ আছে। তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’ 

এবারের লিগ ওয়ানে ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট পেয়েছে পিএসজি। জিতেছে ২০ ম্যাচ, ড্র করেছে ১০ ম্যাচ ও হেরেছে দুই ম্যাচ। ১৫ ও ১৯ মে নিস ও মেসের বিপক্ষে লিগ ওয়ানের শেষ দুই ম্যাচ খেলবে পিএসজি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী