ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

হারবাংয়ে দুর্বৃত্তের আগুনে পুড়লো দুই একর সামাজিক বনায়নের বাগান

#

২৬ এপ্রিল, ২০২৩,  9:57 PM

news image
সামাজিক বনায়নের বাগানে আগুন

মোঃ কামাল উদ্দিন (কক্সবাজার অফিস) 

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের হারবাং বন বিটের অধীনে হারবাং ইউনিয়নের দক্ষিণ হারবাং ৮নং ওয়ার্ড সামাজিকপাড়া এলাকায় দুর্বৃত্তের দফায় দফায় লাগানো আগুনে পুড়ছে সামাজিক বনায়ন। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে ও রাতে পৃথক দুটি সামাজিক বনায়নের বাগানে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে বিকালে স্থানীয়দের ও রাতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায়  এ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। এরপর গতকাল বুধবার (২৬ এপ্রিল) বিকালেও একইভাবে সামাজিক বনায়নের বাগানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এদিকে, সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার বিষয়ে সচেতনমহল উদ্বেগ প্রকাশ করে বলেন, সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার কারণে যেমনি ধ্বংস হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ বনভূমি তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য। এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে বনভূমি শূন্য হয়ে পড়বে বাংলাদেশ। ফলে, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে প্রাকৃতিক দূর্যোগ বৃদ্ধি পাবে। মানুষ তখন চাইলেও আর নিজেদের আত্মরক্ষার পথ খুঁজে পাবে না।

অন্যদিকে, কয়েকজন সামাজিক বনায়নের উপকার ভোগীদের সাথে কথা বললে তারা অভিযোগের সুরে জানান, বনায়ন ও রক্ষিত-সংরক্ষিত রিজার্ভ বনভূমিতে অবৈধ পন্থায় বসত ঘর তৈরি করে বসবাসকারীরা পেশাদার বনদস্যুদের সাথে একাট্টা হয়ে গাছ লুট ও আগুন দিচ্ছে। উপকার ভোগীর পাশাপাশি বনবিভাগের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নিলে গাছ লুট ও আগুন দেয়ার ঘটনা কমে আসতো।

অপরদিকে সামাজিক বনায়নের বাগানে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে চুনতি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বনবিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের দেওয়া আগুনে ২একর সামাজিক বনায়নের বেশকিছু মূল্যবান গাছ পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে এখনো শনাক্ত করা যায়নি। তবে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী