হাতুরির পিটুনি ও রডের চাপে শ্বাসরোধে মৃত্যু হয় নুর আলমের-আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নিজস্ব সংবাদদাতা
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 1:40 AM

নিজস্ব সংবাদদাতা
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 1:40 AM

হাতুরির পিটুনি ও রডের চাপে শ্বাসরোধে মৃত্যু হয় নুর আলমের-আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
পটিয়ায় সিএনজি চালক খুনঃ ৯৬ ঘন্টার ভেতরে রহস্য উদ্ঘাটন এবং আসামি সকলেই গ্রেপ্তার_ অতিরিক্ত পুলিশ সুপার তারিক
মোরশেদ আলম, পটিয়া, চট্টগ্রামঃ - চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চালক মো. নুর আলম(৩৪) খুনের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিশ্বেশ্বর সিংহের কাছে ১৬৪ ধারা জবানবন্দিতে খুনের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভাটি গ্রামের ভুনারপাড়া এলাকার মৃত মোজাম্মেল হক সরকারের পুত্র মো. মোমিন সরকার (৩০) ও পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুরুল হক মেম্বারের বাড়ির মৃত কবির আহমদ এর পুত্র নেজাম উদ্দীন প্রকাশ মিজান (৩৫)।
এর আগে গত মঙ্গলবার লুন্ঠিত সিএনজি আসামীদের দেওয়া তথ্য মতে বোয়ালখালী উপজেলার পৌর এলাকার অলির গ্যারেজ হতে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে দুই আসামীর দেওয়া তথ্য মতে টেক্সির চাবি, ২টি হাতুড়ি ও রক্তাক্ত একটি লুঙ্গি আসামী নেজাম উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্তকারী কর্মকর্তা তারিক রহমান এক ব্রিপিং এর মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গত ১১ ফেব্রুয়ারি সকালে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের চোরাবিল এলাকা থেকে সিএনজি চালক মো. নুর আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী মুন্নি আক্তার গত শুক্রবার বাদী হয়ে ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে। ঘটনার ৭২ ঘন্টা না পেরোতেই পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোমিন সরকার ও পরে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের ৩দিনের রিমান্ডে আনা হয়।
তারিক রহমান জানান, ঘটনার দিন ঘুমের বড়ি খাইয়ে দিয়ে গাড়ি চালক নুর আলমকে অজ্ঞান করে। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। আসামী নেজাম উদ্দিনের বিরুদ্ধে সিএমপি চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। তারা দুইজনেই পেশাদার ছিনতাইকারী।