হলদিয়াপালংয়ে নবনির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বনবিভাগ
০৪ মার্চ, ২০২৪, 9:04 PM

NL24 News
০৪ মার্চ, ২০২৪, 9:04 PM

হলদিয়াপালংয়ে নবনির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বনবিভাগ
কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে নব নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ । সোমবার (৪ মার্চ) সকালে উখিয়ার হলদিয়াপালং বিটের আওতাধীন পশ্চিম বড়ুয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণকারী হলেন- অমূল্য বড়ুয়া। তিনি হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত রাজ প্রসাদ বড়ুয়ার ছেলে। এর পূর্বে গত (২ মার্চ) তার বিরুদ্ধে বনবিভাগ মামলা দায়ের করেছিল। মামলার পরও থেমে নেই অবৈধ স্থাপনা নির্মাণকাজ।
এবিষয়ে উখিয়ার হলদিয়াপালং বিট অফিসার সৈয়দ আলম বলেন, অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে অমূল্য বড়ুয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও বন মামলা মামলা দায়ের করা হয়েছিল। স্থাপনা নির্মাণে নিষেধ করা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার পূনরায় অভিযান পরিচালনা করে তার নব নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই বিট অফিসার।
উক্ত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উখিয়া রেঞ্জের দৌছড়ী বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনকর্মীরা।