হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে রিপনের চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান
২৮ জুলাই, ২০২৩, 4:20 PM

NL24 News
২৮ জুলাই, ২০২৩, 4:20 PM

হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশন এর পক্ষ থেকে রিপনের চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান
গত ১১ তারিখ ঢাকায় চাকুরি করার উদ্যেশ্যে পটিয়া থেকে রওনা হয়ে ঢাকা কাঁচপুর ব্রীজে ছিনতাইকারীর হাতে নিহত রোহানের ছোট ভাই রিপনের (বড় ভাই রোহানের সাথে ছিনতাইকারীর ছুরির আঘাতে মারাত্মক জখম) চিকিৎসা বাবদ ৩০,০০০ টাকা আহত রিপন এর বাবা হোসেন মিয়ার হাতে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয়।
এই সময় ফাউন্ডেশনের পরিচালক ও পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব শফিউল আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য রিপন এখনো জীবন মৃত্যুর মাঝে অবস্থান করছে।বর্তমানে পটিয়া জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।সে পটিয়া পৌরসভার দক্ষিন ঘাটা এলাকার পেয়ার মোহাম্মদ বাড়ির বাসিন্দা। এদিকে তার ভাই নিহত রোহান এইবার এস এস সি পরিক্ষাতে জি পি এ ৪.৫০ পেয়েছে ।