সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
১৮ এপ্রিল, ২০২২, 11:05 PM

NL24 News
১৮ এপ্রিল, ২০২২, 11:05 PM

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
নিজস্ব প্রতিনিধি : সোমবার বিকালে খুলনা-মোংলা মহাসড়কের রূপসায় ইলাইপুরে যাত্রীবাহী বাসচাপায় খুলনা সিটি এসবি এএসআই মো. নাসিম উদ্দিন নিহত হয়েছেন।
এসময় তিনি মোটরসাইকেলযোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে আসছিলেন। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
পুলিশ জানায়, খুলনা সিটি এসবি’র এএসআই নাসিম তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যোগে রূপসার দিকে আসছিলেন। জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠলে রূপসাগামী লোকাল রুটের বাসের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ছিটকে রাস্তার উপর পড়ে রক্তাক্ত জখম হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এএসআই মো. নাসিম উদ্দিনকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত আটটার দিকে তিনি মারা যান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সিটি এসবি’র উপ-পুলিশ কমিশনার রাশিদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।