স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
২৬ মার্চ, ২০২২, 4:18 PM

NL24 News
২৬ মার্চ, ২০২২, 4:18 PM

স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় শনিবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী নৃপেন্দনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ আরও অনেকে।